হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৮২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে একটি কোভিড হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জন হয়েছে।  গতকাল শনিবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় আরও ডজনখানেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্কার বিস্ফোরণ থেকেই হাসপাতালটির আইসিইউতে আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে,  দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে লোকজন আতঙ্কমাখা মুখে ঘটনাস্থল ত্যাগ করছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। হাসপাতালটি থেকে উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আজ রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন। গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।

এদিকে গত মাস থেকে ইরাকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিন এসেছে ইরাকে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার