হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৮২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে একটি কোভিড হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জন হয়েছে।  গতকাল শনিবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় আরও ডজনখানেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্কার বিস্ফোরণ থেকেই হাসপাতালটির আইসিইউতে আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে,  দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে লোকজন আতঙ্কমাখা মুখে ঘটনাস্থল ত্যাগ করছেন।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। হাসপাতালটি থেকে উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আজ রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন। গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।

এদিকে গত মাস থেকে ইরাকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিন এসেছে ইরাকে।

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান