হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্র যেন এমন সহায়তা দেওয়ার চিন্তাও না করে। তিনি জানান, রাশিয়া ইসরায়েল ও ইরান—উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

এদিকে ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, পুতিন টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আলোচনায় পুতিন জানান, তিনি মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই সংকট নিয়ে আঞ্চলিক অন্য নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করছেন।

তবে ইতিপূর্বে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার জন্য পুতিনের এমন প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা, প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলও।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার