হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-শিফায় চার দিনের অভিযানে ১৪০ হামাস সদস্য নিহত, ইসরায়েলের দাবি

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ও এর আশপাশে চার দিনের লড়াইয়ে হামাস গোষ্ঠীর ১৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গত সোমবার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসের শীর্ষ সদস্যদের লক্ষ্যবস্তু করেই ট্যাংক হামলা ও বিমান হামলা চালিয়েছে তারা। 

রোগী ও বাস্তুচ্যুত মানুষে ঠাসা হাসপাতাল কমপ্লেক্সের আশপাশে কয়েক দিন ধরে যুদ্ধ চলছে। এর আগে গত নভেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালানো হলে আন্তর্জাতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

গত সোমবার থেকে চলমান লড়াইকে উদ্ধৃত করে সেনাবাহিনী বলে, ‘অভিযান শুরুর পর থেকে হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযান কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলে, ‘গত এক দিনে, গোলাগুলির সময় ৫০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে।’ 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর পেরিয়ে গেছে ১৬৫ দিন। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৭৪ হাজার ৯৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিশু এবং ৮ হাজার ৪০০ জন নারী। তবে টিআরটি ওয়ার্ল্ডসহ তুরস্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান