হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি তরুণীর মুখে ইসরায়েলি কারাগারের রোমহর্ষক বর্ণনা 

মেইস আবু ঘোশকে  হাতকড়া পরিয়ে এক লম্বা করিডর দিয়ে যখন জিজ্ঞাসাবাদের জন্য কারারক্ষীরা নিয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা তাঁর দুই পাশে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মকভাবে তালি বাজাতে থাকেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেইস বলেন, `তাঁরা আমার সঙ্গে উপহাস করছিল, বলছিল জিজ্ঞাসাবাদের সময় আমি মারা যাব।'

মেইসকে জিজ্ঞাসাবাদে তাঁর ঋতুকালীন অবস্থাতেই চেয়ারের মধ্যে হাত ও গোড়ালি একত্রে বেঁধে কয়েক ঘণ্টা ফেলে রাখা হয়। এ অবস্থায় তাঁর জন্য ঘুমানো অসম্ভব ছিল।

মেইস বলেন, `ওই অবস্থায় আমি হাঁটতে পারছিলাম না, কারারক্ষীরা আমাকে তুলে নিয়ে যেত।'

মেইসের হাত শিকল দিয়ে আটকে রাখার কারণে রক্তাক্ত হয়ে গিয়েছিল। ওই সময় সামরিক জিজ্ঞাসাবাদে অংশ নিতে তিনি অস্বীকার করলে দায়িত্বশীল এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা তাঁকে ধরে দেয়ালের সঙ্গে ঠুকতে থাকেন।

মেইস বলেন, `তাঁরা আমাকে ঋতুকালীন প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী দেয়নি।' 

২৪ বছর বয়সী মেইস আবু ঘোশ পশ্চিম তীরের রামাল্লার কাছাকাছি কালান্দিয়া শরণার্থীশিবিরের বাসিন্দা। বিরজিত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের এই শিক্ষার্থীকে ২০১৯ সালের ২৯ আগস্ট নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারাগারে থাকার সময় ১২ কেজি ওজন হারিয়েছেন বলে জানান মেইস।

মেইস বলেন, `কর্মকর্তারা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করে আমি পাগল হয়ে গেছি এবং আত্মহত্যার চেষ্টা করছি। তাই তারা সমাজকর্মীদের নিয়ে এসেছিল। কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল অন্য (গোয়েন্দা) কর্মকর্তা।'

এই কর্মকর্তারা যখন কারাকক্ষে মেইসের সঙ্গে কথা বলেন, তখন তাঁর শরীরের ক্ষতস্থান ও দাগ দেখান। তাঁদের কাছে তিনি প্রশ্ন করেন, `আমি একজন শিক্ষার্থী এবং আপনারা আমাকে বন্দী রেখেছেন।'

মেইস জানান, তাঁর শরীরে ব্যথা উপশমে পেইনকিলার চেয়েছিলেন তিনি। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা তাঁকে তা দেয়নি। এ ছাড়া গোয়েন্দা কর্মকর্তারা অন্য বন্দীদের শারীরিক নির্যাতনের চিৎকার শুনতেও বাধ্য করেন।   

মেইস বলেন, `তাঁরা আমাকে হুমকি দেয় আমি মৃত বা প্যারালাইজড অবস্থায় এখান থেকে বের হব। তাঁরা আমাকে ধর্ষণেরও হুমকি দেয়।'

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা