হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দিনে পঞ্চম দফায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১০ জন ইসরায়েলিসহ মোট ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া দুজন বিদেশি থাইল্যান্ডের নাগরিক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া ১৫ নারী ও ১৫ শিশুকে নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে রেডক্রসের একটি বাস।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) জানিয়েছে, হামাসের মুক্তি দেওয়া ১২ জিম্মিকে মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তরের কাজ সফলভাবে পরিচালনা করা হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অনুসারে, আজ বুধবারও গাজা উপত্যকায় কোনো হামলা চালাবে না আইডিএফ। তবে যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণমাত্রায় অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া আইডিএফের পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা যুদ্ধের মধ্যেই জিম্মিদের দেশে ফেরানো হবে।

ইসরায়েলের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতারা বারবারই যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা শুরুর কথা বলে আসছেন। তবে চিরস্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর রয়েছে আন্তর্জাতিক চাপ।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। গত সোমবার ১১ ইসরায়েলি জিম্মি ও ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এ নিয়ে শুক্রবার থেকে চলা যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে অর্ধশতাধিক ইসরায়েলিকে।

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি