হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন চান আল-সদর

দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের পার্লামেন্টের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর। তাঁর দাবিগুলো হলো—পার্লামেন্টের বিলুপ্তি ও আগাম নির্বাচন দেওয়া। 

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, বুধবার (৩ আগস্ট) নাজাফ শহর থেকে দেওয়া টেলিভিশন ভাষণে এই প্রভাবশালী শিয়া নেতা এমন আহ্বান জানান। তাঁর এমন পদক্ষেপ দেশটিতে চলমান অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ১০ মাস কেটে গেছে দেশটিতে নির্বাচিত কোনো সরকার নেই। 

আল-সদরের সমর্থকেরা গত শনিবার দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের। এতে শতাধিক বিক্ষোভকারী আহতও হন। এর আগে গত বুধবারও শত শত বিক্ষোভকারী কঠোর নিরাপত্তাবলয় ভেঙে দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। শিয়া এই নেতার সমর্থকেরা পার্লামেন্ট ভবনের চারপাশে তাঁবু খাটানো ও খাবার স্টল তৈরি করে একটি ক্যাম্প বানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইরাকের চলমান স্থবিরতা আরও বেড়েছে।

গত বছরের অক্টোবরে নির্বাচনে আল-সদর সবচেয়ে বেশি আসন পান। তবে ইরান-সমর্থিত তাঁর প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে সরকার গঠন করতে ব্যর্থ হন। প্রতিক্রিয়ায় পার্লামেন্ট থেকে নিজের দলের আইনপ্রণেতাদের প্রত্যাহার করে নেন তিনি। প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট করার মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছেন এই শিয়া নেতা। আর এতে সমর্থক হিসেবে লাখ লাখ শ্রমজীবী শিয়া ইরাকিকে কাজে লাগাচ্ছেন তিনি। 

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের