হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈরী আবহাওয়ায় দুবাইয়ের সরকারি কর্মকর্তাদের ঘরে বসে অফিস 

বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।

গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’

বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে