হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

আজকের পত্রিকা ডেস্ক­

লোহিত সাগরে গত বছরের মাঝামাঝি একটি মালবাহী জাহাজে হামলা চালায় হুতিরা। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ওমান গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালাবে না, বিনিময়ে তারাও লোহিতসাগরে নৌযান চলাচলে আর কোনো বিঘ্ন সৃষ্টি করবে না।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, আমেরিকা ও ইয়েমেনের হুতিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী ওমান মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, এই চুক্তি লোহিতসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক আলোচনা ও যোগাযোগের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হয়েছে।’ এর ফলে ‘দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেছেন, এই চুক্তিতে ‘কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।’ এটি লোহিতসাগরে ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ চলাচল নিশ্চিত করবে।’

এর আগে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনে হুতিদের ওপর বোমা হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং লেনগুলোতে বাধা দেওয়া বন্ধ করতে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন, হুতিরা বলেছে যে, তারা আর যুদ্ধ করতে চায় না। তবে এই বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, আমাদের ওপর আর বোমা ফেলবেন না এবং আমরা আপনাদের জাহাজে আক্রমণ করব না।’

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন অভিযান শুরু করে, তখন থেকেই হুতিরা ইসরায়েল ও লোহিতসাগরে জাহাজে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিরা জাহাজ হামলা বন্ধ করবে—এই কথায় বিশ্বাস রাখছে ওয়াশিংটন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা বেশি ছিল। তবে গত রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েল বিমান হামলা চালায়। মঙ্গলবার রাজধানী সানা’র মূল বিমানবন্দরেও ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হুতি এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর দুই দিনে এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা ছিল।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে