হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না: হামাস

হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেছেন, ‘আমরা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না।’ আজ রোববার আল জাজিরাকে এ কথা বলেন হামাসের এই সিনিয়র মুখপাত্র। 

তবে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠনগুলো উল্লেখ করেছে, হামাসের হাতে ইসরায়েলি বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

ওসামা হামাদান বলেন, ‘আপনাকে বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে...।’ 

দক্ষিণ ইস্রায়েলের বেসামরিক নাগরিকদেরও বসতি স্থাপনকারী হিসেবে বিবেচনা করা হয় কি না, জানতে চাইলে হামদান বলেন, ‘সবাই জানে সেখানে বসতি রয়েছে।’ 

হামদান আরও বলেন, ‘আমরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছি না। আমরা ঘোষণা করেছি, বসতি স্থাপনকারীরা দখলদারিত্বের অংশ এবং সশস্ত্র ইসরায়েলি বাহিনীর অংশ। তারা বেসামরিক নয়।’ 

এদিকে গাজায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার থেকে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় গাজায় মোট ৩১৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২ হাজার জন আহত হয়েছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’