হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় নিহত আরও ৮২

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় অনেকগুলো বহুজাতিক কোম্পানি ইসরায়েলি গণহত্যায় সহযোগিতা দিয়ে যাচ্ছে। ছবি: আনাদুলু

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য খাদ্যসহায়তা নিতে আসা পরিবারগুলোর ওপর চালানো বিমান হামলায় নিহত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ৯ জন শিশু ও চারজন নারী রয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জনই শিশু। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজায় অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চলছে এবং রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সহায়তা নিতে আসা পরিবারের ওপর হামলা সম্পূর্ণ অমানবিক। মাসের পর মাস ধরে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়া এবং যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার ফল আজকের এই নির্মম বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘ত্রাণের অভাবে শিশুরা এখন অনাহারে ভুগছে। জীবন রক্ষাকারী সহায়তা ও সেবা পুরোদমে পুনরায় শুরু না হলে অপুষ্ট শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে।’

রাসেল ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরিভাবে অনুসরণ করে এই হামলার নিরপেক্ষ তদন্ত চালায়।

অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে একে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের অংশ’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ‘ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে—স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির—কোনো কিছুতে হামলা চালাতে বাদ রাখছে না। ইসরায়েল যে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে, তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট।’

সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। তবে, প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪