হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

ভূমধ্যসাগরের একটি বিতর্কিত এলাকায় হিজবুল্লাহ গোষ্ঠীর তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা বলেছে, ড্রোনগুলো তাদের গ্যাস উত্তোলনকারী জাহাজের দিকে যাচ্ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েলের সেনা কর্মকর্তারা বলেছেন, ড্রোনগুলো লেবানন থেকে ছাড়া হয়েছিল। যুদ্ধবিমান ও জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও গুলি ছুড়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে। 

হিজবুল্লাহ একটি বিবৃতিতে ড্রোন ছাড়ার বিষয়টি স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের মিশন সম্পন্ন হয়েছে। 

কারিশ গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিরোধ নিষ্পত্তি করতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছেন মার্কিন জ্বালানি দূত আমোস হোচস্টেইন। ইসরায়েল বলেছে, গ্যাসক্ষেত্রটি তাদের জাতিসংঘ স্বীকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রয়েছে। তবে এর কিছু অংশ লেবাননও দাবি করেছে। 

হিজবুল্লাহ বলেছে, এটি পুনরুদ্ধার করার উদ্দেশ্যে গ্যাসক্ষেত্রটিতে হামলা করতে চেয়েছিল তারা। গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ গ্যাসক্ষেত্রটি পরিচালনা করতে ইসরায়েলকে বাধা দেবে বলে হুমকি দিয়েছিলেন। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যাৎজ বলেছেন, লেবাননের সঙ্গে সমুদ্রসীমা-সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দিচ্ছে হিজবুল্লাহ। কিন্তু লেবাননের অর্থনৈতিক উন্নয়নের জন্য চুক্তিটি গুরুত্বপূর্ণ। 

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি