হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা, উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ছয়টি রকেট হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার এই হামলা চালানো হয়। এতে একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের কয়েকটি রানওয়ে ও পার্কিং এরিয়ায় রকেটগুলো আঘাত হানে। 

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একটি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি রকেট হামলা চালানো হয়। 

তৃতীয় একটি সূত্র জানিয়েছে, ইরাকি এয়ারওয়েজের বোয়িং-৭৬৭ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি মেরামতের জন্য রাখা হয়েছিল। 

তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও এমন হামলার জন্য ইরানপন্থিদের দায়ী করে যুক্তরাষ্ট্র। 

সম্প্রতি বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জয় ঘোষণা করার চার বছর পর গত ডিসেম্বরে ইরাকে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

তবে স্থানীয় সেনাদের প্রশিক্ষণের জন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সাড়ে তিন হাজার সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার