হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাজ্যসহ ৫ দেশের নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলের দুই মন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের দুই মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচ। ছবি: এএফপি

গাজা নিয়ে ‘অমানবিক’ বক্তব্য ও পশ্চিম তীরে সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলের দুই মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে। এই নিষেধাজ্ঞার আওতায় তাঁদের ভ্রমণ নিষিদ্ধ করার পাশাপাশি সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (১০ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বেন-গভির বর্তমানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং স্মোত্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গাজা পুরোপুরি ধ্বংস করার পক্ষে বক্তব্য দিয়েছেন এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের জন্য সহিংসতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করা পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘আমরা দুই-রাষ্ট্র সমাধানে বিশ্বাসী। এটি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার একমাত্র পথ। কিন্তু চরমপন্থী বসতি স্থাপন ও সহিংসতা সেই পথকে বাধাগ্রস্ত করছে।’ তাঁরা আরও বলেন, বেন-গভির ও স্মোত্রিচের উসকানিমূলক বক্তব্য ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হচ্ছে। ইসরায়েলকে অবৈধ বসতি স্থাপন বন্ধ, বসতি স্থাপনকারীদের সহিংসতা দমন এবং চরমপন্থী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সা’আর এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতে সরকার একটি বিশেষ বৈঠকে প্রতিক্রিয়া জানাবে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দুই সপ্তাহ আগে সংসদে স্মোত্রিচের মন্তব্যকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছিলেন। অবশেষে সাম্প্রতিক চাপের মুখে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ বলেছিলেন, ‘গাজা পুরোপুরি ধ্বংস করা হবে, সেখানকার মানুষদের দক্ষিণে মানবিক এলাকায় পাঠিয়ে পরে তৃতীয় দেশে চলে যেতে বাধ্য করা হবে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গাজায় একটি দানা ঢুকতে দেওয়া হবে না।’ পরে জার্মানিসহ অনেক দেশই এই ধরনের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির গত ২৬ মে জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে উসকানিমূলক আচরণ করেন এবং সেখানে একটি সিনাগগ নির্মাণের দাবি তোলেন। তিনি বারবার গাজার অধিবাসীদের দেশত্যাগে ‘উৎসাহ দেওয়ার’ কথা বলেন।

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের