ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন আল-আকসা ইসরায়েলের ইহুদিবাদী শাসনের পতনের প্রথম পর্যায় হিসেবে উল্লেখ করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার। আজ সোমবার তিনি এ মন্তব্য করেছেন বলে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিকের (ইরনা) এক প্রতিবেদনে বলা হয়েছে।
আইআরজিসি কমান্ডার ও মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ‘আজ ইহুদিবাদী শাসন শুধু পরাজিত হয়েছে তাই নয় বরং অপমানিতও হয়েছে। হামাস অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে একাই তাঁদের অহমিকাকে ধূলিস্মাৎ করেছে।’
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায়। ওইদিন সকালে হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। এ সময় হামাস যোদ্ধারা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করে।
জেনারেল সালামি আরও বলেন, অপারেশন আল-আকসা অভিযান মিথ্যার ওপর দাঁড়ানো ইহুদিবাদী শাসনের দ্রুত পতনের প্রথম ধাপ। ইহুদিবাদী শাসনের মিথ্যার প্রাসাদ এখন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ছাড়া তাঁদের আর কিছুই বাকি নেই।
ইহুদিবাদীদের কোনো প্রচেষ্টাই আর তাঁদের শাসনের সম্মান পুনরায় ফিরিয়ে আনতে পারবে না। তাদের অহংকার হামাসের এ অভিযানে ধূলিসাৎ হয়ে পড়েছে।
বেসামরিক নাগরিকদের ভবনে বোমা বিস্ফোরণ কোনো ধরনের যৌক্তিকতাতেই শক্তির চিহ্ন হতে পারে না বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন আইআরজিসির প্রধান।