হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের অভিযান ইহুদিবাদী শাসন পতনের প্রথম ধাপ: আইআরজিসি প্রধান 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন আল-আকসা ইসরায়েলের ইহুদিবাদী শাসনের পতনের প্রথম পর্যায় হিসেবে উল্লেখ করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার। আজ সোমবার তিনি এ মন্তব্য করেছেন বলে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিকের (ইরনা) এক প্রতিবেদনে বলা হয়েছে। 

আইআরজিসি কমান্ডার ও মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ‘আজ ইহুদিবাদী শাসন শুধু পরাজিত হয়েছে তাই নয় বরং অপমানিতও হয়েছে। হামাস অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে একাই তাঁদের অহমিকাকে ধূলিস্মাৎ করেছে।’ 

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায়। ওইদিন সকালে হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। এ সময় হামাস যোদ্ধারা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করে। 

জেনারেল সালামি আরও বলেন, অপারেশন আল-আকসা অভিযান মিথ্যার ওপর দাঁড়ানো ইহুদিবাদী শাসনের দ্রুত পতনের প্রথম ধাপ। ইহুদিবাদী শাসনের মিথ্যার প্রাসাদ এখন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ছাড়া তাঁদের আর কিছুই বাকি নেই। 

ইহুদিবাদীদের কোনো প্রচেষ্টাই আর তাঁদের শাসনের সম্মান পুনরায় ফিরিয়ে আনতে পারবে না। তাদের অহংকার হামাসের এ অভিযানে ধূলিসাৎ হয়ে পড়েছে। 

বেসামরিক নাগরিকদের ভবনে বোমা বিস্ফোরণ কোনো ধরনের যৌক্তিকতাতেই শক্তির চিহ্ন হতে পারে না বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন আইআরজিসির প্রধান।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের