হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে ৯ বছর পর ওমরাহ করতে সৌদি আরব গেলেন ৮৫ জন 

ওমরাহ পালন করতে ৯ বছর পর প্রথমবার সৌদি আরব গেলেন একদল ইরানি। আজ সোমবার ওমরাহকারীদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছায়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যাত্রা। 

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে সৌদি আরব ইরানি হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তারপরও ইরানিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারছিলেন না। তেহরান জানিয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছিল না। 
 
আট বছর আগে সৌদি আরবের শিয়া ধর্মগুরু নিমর বাকির আল-নিমরকে শিরশ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয়। 

সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে ইরানিরা কেবল হজ পালন করতে পারতেন। তবে ওমরাহ পালন করতে পারতেন না। আজ সোমবার সকালে তেহরানের প্রধান বিমানবন্দর খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৫ জন ওমরাহ যাত্রীকে বিদায় জানান ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি