হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘গৃহবন্দি’ জর্ডানের সাবেক যুবরাজ

অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জর্ডানের সাবেক সাবেক ক্রাউন প্রিন্স (যুবরাজ) হামজা বিন আল-হুসাইনসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে পাঠনো এক ভিডিওবার্তায় প্রিন্স হামজা জানিয়েছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেছেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, অদক্ষতা নিয়েও কথা বলেন হামজা বিন আল-হুসাইন।

প্রসঙ্গত, প্রিন্স হামজা বিন আল-হুসাইন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইনের সৎভাই।

এদিকে প্রিন্স হামজাকে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছে জর্ডানের সেনাবাহিনী। তবে দেশটির সেনাবাহিনী বলছে, দেশের সুরক্ষা ও স্থিতিশীলতার স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে ভিডিওবার্তায় ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স হামজা।

এদিকে আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলো মধ্যে মিশর, সৌদি আরব জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সমর্থন দিয়েছে। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও তাঁর পক্ষে থাকার কথা জানিয়েছে।

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি