হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘গৃহবন্দি’ জর্ডানের সাবেক যুবরাজ

অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জর্ডানের সাবেক সাবেক ক্রাউন প্রিন্স (যুবরাজ) হামজা বিন আল-হুসাইনসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে পাঠনো এক ভিডিওবার্তায় প্রিন্স হামজা জানিয়েছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেছেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, অদক্ষতা নিয়েও কথা বলেন হামজা বিন আল-হুসাইন।

প্রসঙ্গত, প্রিন্স হামজা বিন আল-হুসাইন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইনের সৎভাই।

এদিকে প্রিন্স হামজাকে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছে জর্ডানের সেনাবাহিনী। তবে দেশটির সেনাবাহিনী বলছে, দেশের সুরক্ষা ও স্থিতিশীলতার স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে ভিডিওবার্তায় ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স হামজা।

এদিকে আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলো মধ্যে মিশর, সৌদি আরব জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সমর্থন দিয়েছে। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও তাঁর পক্ষে থাকার কথা জানিয়েছে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান