হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘গৃহবন্দি’ জর্ডানের সাবেক যুবরাজ

অভ্যুত্থানচেষ্টার অভিযোগে জর্ডানের সাবেক সাবেক ক্রাউন প্রিন্স (যুবরাজ) হামজা বিন আল-হুসাইনসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দেশটির এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে পাঠনো এক ভিডিওবার্তায় প্রিন্স হামজা জানিয়েছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় এ অভিযোগ করেছেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, অদক্ষতা নিয়েও কথা বলেন হামজা বিন আল-হুসাইন।

প্রসঙ্গত, প্রিন্স হামজা বিন আল-হুসাইন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইনের সৎভাই।

এদিকে প্রিন্স হামজাকে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছে জর্ডানের সেনাবাহিনী। তবে দেশটির সেনাবাহিনী বলছে, দেশের সুরক্ষা ও স্থিতিশীলতার স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে ভিডিওবার্তায় ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স হামজা।

এদিকে আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলো মধ্যে মিশর, সৌদি আরব জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে সমর্থন দিয়েছে। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রও তাঁর পক্ষে থাকার কথা জানিয়েছে।

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি

৫৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এবার দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হবে ট্রাম্প-নেতানিয়াহুর

গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণেই রাখার ইঙ্গিত সেনাপ্রধানের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের দিকে বড় অগ্রগতি: আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা নিয়ে ইসরায়েল–হামাসের মতভেদ