হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এক অভিযান চালানোর সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালের দিকে প্রায় ৩০ সামরিক যানভর্তি ইসরায়েলি সৈন্যরা ওই অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা জেনিনের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এ সময় গাড়িতে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি একজন গুরুতর আহত হন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন বারা লাহলৌল (২২), ইউসুফ সালাহ (২৩) ও লাইদ আবু সুরুর (২৪)। 

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি ভিন্ন ভিন্ন স্থানে অস্ত্রের তল্লাশিতে গেলে একটি স্থান থেকে তাদের ওপর হামলা করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই স্থান থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দুটি এম-১৬ অ্যাসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। 

এই নিয়ে গত মার্চ থেকে ১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি বাহিনীর আক্রমণে। এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ মারা যান। শিরিন আবু আকলেহ আল-জাজিরার হয়ে ফিলিস্তিনে কাজ করতেন। 

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস