হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এক অভিযান চালানোর সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালের দিকে প্রায় ৩০ সামরিক যানভর্তি ইসরায়েলি সৈন্যরা ওই অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা জেনিনের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এ সময় গাড়িতে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি একজন গুরুতর আহত হন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন বারা লাহলৌল (২২), ইউসুফ সালাহ (২৩) ও লাইদ আবু সুরুর (২৪)। 

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি ভিন্ন ভিন্ন স্থানে অস্ত্রের তল্লাশিতে গেলে একটি স্থান থেকে তাদের ওপর হামলা করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই স্থান থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দুটি এম-১৬ অ্যাসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। 

এই নিয়ে গত মার্চ থেকে ১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি বাহিনীর আক্রমণে। এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ মারা যান। শিরিন আবু আকলেহ আল-জাজিরার হয়ে ফিলিস্তিনে কাজ করতেন। 

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি