হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এক অভিযান চালানোর সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালের দিকে প্রায় ৩০ সামরিক যানভর্তি ইসরায়েলি সৈন্যরা ওই অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা জেনিনের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এ সময় গাড়িতে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি একজন গুরুতর আহত হন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন বারা লাহলৌল (২২), ইউসুফ সালাহ (২৩) ও লাইদ আবু সুরুর (২৪)। 

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি ভিন্ন ভিন্ন স্থানে অস্ত্রের তল্লাশিতে গেলে একটি স্থান থেকে তাদের ওপর হামলা করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই স্থান থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দুটি এম-১৬ অ্যাসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। 

এই নিয়ে গত মার্চ থেকে ১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি বাহিনীর আক্রমণে। এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ মারা যান। শিরিন আবু আকলেহ আল-জাজিরার হয়ে ফিলিস্তিনে কাজ করতেন। 

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান