হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এক অভিযান চালানোর সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকালের দিকে প্রায় ৩০ সামরিক যানভর্তি ইসরায়েলি সৈন্যরা ওই অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সৈন্যরা জেনিনের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এ সময় গাড়িতে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি একজন গুরুতর আহত হন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন বারা লাহলৌল (২২), ইউসুফ সালাহ (২৩) ও লাইদ আবু সুরুর (২৪)। 

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি ভিন্ন ভিন্ন স্থানে অস্ত্রের তল্লাশিতে গেলে একটি স্থান থেকে তাদের ওপর হামলা করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই স্থান থেকে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’ ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তারা দুটি এম-১৬ অ্যাসল্ট রাইফেলসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। 

এই নিয়ে গত মার্চ থেকে ১৯ জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি বাহিনীর আক্রমণে। এর আগে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ মারা যান। শিরিন আবু আকলেহ আল-জাজিরার হয়ে ফিলিস্তিনে কাজ করতেন। 

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের