হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদের মালিক সৌদি যুবরাজ

ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ফ্রান্সে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফ্রান্স সফরে তিনি নিজ মালিকানাধীন বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদ ‘শাতেউ লুইস ১৪’-এ অবস্থান করেছেন। প্রাসাদটি ২০১৫ সালে তিনি ৩০ কোটি ডলারে ক্রয় করেন। ৭ হাজার বর্গমিটারের প্রাসাদটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভেসিয়ানিসে অবস্থিত। 

শুক্রবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রাসাদটি ২০১৫ সালে ক্রয় করলেও দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে নিজের নাম প্রকাশ করেন মোহাম্মদ বিন সালমান। প্রাসাদটি নির্মাণ করেছিলেন ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জামাল খাসোগির চাচাতো ভাই ইমাদ খাসোগি। ফরচুন ম্যাগাজিন এটিকে ‘বিশ্বের সবচেয়ে দামি বাড়ি’ বলে উল্লেখ করেছে। 

প্রাসাদটিতে রয়েছে নাইটক্লাব, স্বর্ণখচিত ঝরনা, সিনেমা হল, সুবিশাল অ্যাকুয়ারিয়াম, আন্ডারওয়াটার গ্লাস চেম্বারসহ বিলাসবহুল নানান আসবাব। ইমাদ খাসোগির কোম্পানির ওয়েবসাইটে শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রাসাদের ভেতরে ওয়াইন সেলারও রয়েছে। যদিও সৌদিতে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ। 

উল্লেখ্য, প্রাসাদটি একসময় ফ্রান্সের রাজা চতুর্দশ লুইসের দুর্গ ছিল। ২০০৯ সালের দিকে এটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে এটি ইমাদ খাসোগির হাত ঘুরে ২০১৫ সালে সালমানের মালিকানায় আসে। 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন