হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদের মালিক সৌদি যুবরাজ

ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ফ্রান্সে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফ্রান্স সফরে তিনি নিজ মালিকানাধীন বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদ ‘শাতেউ লুইস ১৪’-এ অবস্থান করেছেন। প্রাসাদটি ২০১৫ সালে তিনি ৩০ কোটি ডলারে ক্রয় করেন। ৭ হাজার বর্গমিটারের প্রাসাদটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভেসিয়ানিসে অবস্থিত। 

শুক্রবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রাসাদটি ২০১৫ সালে ক্রয় করলেও দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে নিজের নাম প্রকাশ করেন মোহাম্মদ বিন সালমান। প্রাসাদটি নির্মাণ করেছিলেন ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জামাল খাসোগির চাচাতো ভাই ইমাদ খাসোগি। ফরচুন ম্যাগাজিন এটিকে ‘বিশ্বের সবচেয়ে দামি বাড়ি’ বলে উল্লেখ করেছে। 

প্রাসাদটিতে রয়েছে নাইটক্লাব, স্বর্ণখচিত ঝরনা, সিনেমা হল, সুবিশাল অ্যাকুয়ারিয়াম, আন্ডারওয়াটার গ্লাস চেম্বারসহ বিলাসবহুল নানান আসবাব। ইমাদ খাসোগির কোম্পানির ওয়েবসাইটে শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রাসাদের ভেতরে ওয়াইন সেলারও রয়েছে। যদিও সৌদিতে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ। 

উল্লেখ্য, প্রাসাদটি একসময় ফ্রান্সের রাজা চতুর্দশ লুইসের দুর্গ ছিল। ২০০৯ সালের দিকে এটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে এটি ইমাদ খাসোগির হাত ঘুরে ২০১৫ সালে সালমানের মালিকানায় আসে। 

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান