হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৯ মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা গেছে ১০০ ফিলিস্তিনি 

চলতি বছরের প্রথম ৯ মাসে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলতি বছরে ওই দুই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানিও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় আজ শনিবার পূর্ব জেরুজালেমে অভিযান পরিচালনার সময় ১৮ বছরের এক তরুণ ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই বিগত ৯ মাসে মৃতের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। গত সপ্তাহেই ইসরায়েলিদের অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্রের হামলায় জেনিনে আরও তিনজন মারা যায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরে চলতি বছরটিতেই এখনো পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ইসরায়েলিদের হাতে প্রাণ হারিয়েছে। বিবিসির মতে, প্রাণহানির দিক থেকে এই বছরটিই বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে। এ ছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং এদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর। 
 
নিহতদের মধ্যে একেবারে ছোট্ট একটি অংশ মারা গেছে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময়। এক ফিলিস্তিনিকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দী করে নিয়ে যাওয়ার সময় গুলি করে ইসরায়েলি সৈন্যরা। গুলিতে সেই বন্দীর মৃত্যু হয়। 

ফিলিস্তিনে ইসরায়েলি সৈন্যদের হাতে ক্রমবর্ধমান হারে ফিলিস্তিনিদের মৃত্যুর বিষয়ে বিশ্বের একাধিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে একাধিকবার সতর্ক করা হয়েছে ফিলিস্তিনে ঘটে যাওয়া সহিংসতা ও জবরদখলের বিষয়ে। কিন্তু ৭০ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকট নিরসনে এগিয়ে আসেনি কোনো পক্ষই।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের