হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে ইসরায়েলের হামলা, বহু হুতি সদস্যকে হত্যার দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সা’আনায় হুতি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হুতি বিদ্রোহীদের কথিত ‘সামরিক সদর দপ্তর’ এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কয়েকটি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আইডিএফ। কয়েক ডজন যুদ্ধবিমান আর এয়ার সাপোর্ট ইউনিট ব্যবহার করা হয়েছে ওই অভিযানে।

তবে, হতাহত নিয়ে ইসরায়েলের দেওয়া তথ্যকে ভুল বলছে হুতিরা। তাদের তথ্যমতে, এ হামলায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অনেক—৪৮ জন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় টেলিভিশনে বক্তব্য দিচ্ছিলেন হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি। বক্তব্যে তিনি বলেন, গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসন ও গণহত্যাকে ঢালাওভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে তারা। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইসরায়েলকে অপরাধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করছে।

সানার বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ হামলায় রাজধানীর দক্ষিণ ও পশ্চিমাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলেছেন, হামলায় কয়েকটি আবাসিক ভবনও বিধ্বস্ত হয়েছে।

এর আগেও ইয়েমেনে ইসরায়েলের হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়, যাদের মধ্যে সাংবাদিক ও শিশুরাও ছিল।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও লোহিত সাগরে। তারা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এ হামলা চালানো হচ্ছে এবং স্থায়ী যুদ্ধবিরতি না হলে এ অভিযান থামবে না।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে