হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন। 

তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া। 

তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে। 

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি