হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হামাস প্রধানের বোন 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ইসরায়েলি পুলিশ ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়াকে আটকের কথা জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি পুলিশ জেবা আবদেল সালেম হানিয়াকে ইসরায়েলি শহর তেল শেবা থেকে আটকের দাবি করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হামাসের সঙ্গে তাঁর সম্পর্ক আছে এবং তিনি তেল শেবায় সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছিলেন। 

তবে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে ৫৭ বছর বয়সী জেবাকে ইসমাইল হানিয়ার বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, জেবা হামাসের একজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ আত্মীয়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো খোঁজ নিয়ে জেনেছে, পুলিশ যাঁকে আটক করেছে তিনি ইসমাইল হানিয়ার বোন জেবা আবদেল সালেম হানিয়া। 

তেল শেবায় ‘আর্লি ডন’ নামে এক যৌথ অভিযানের মাধ্যমে জেবা হানিয়াকে আটক করা হয়। এই অভিযানে, ইসরায়েলি পুলিশ, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা শিন-বেত, সীমান্ত পুলিশ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের এরিয়াল ইউনিট অংশগ্রহণ করে। 

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন