হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি পতাকা পোস্ট করায় ইসরায়েলি যুবক গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

স্যালুট ইমোজি দিয়ে ইরানি পতাকা পোস্ট করায় ইসরায়েলের আরব অধ্যুষিত শহর কফর কান্নার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তথ্য পেয়ে ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পোস্টটিতে একটি ইরানি পতাকার ছবি, স্যালুট ইমোজি ও তুর্কি র‌্যাপার টমসইয়েক্সের ‘ইললিগ্যাল লাইফ’ গান জুড়ে দেওয়া হয়েছিল। পুলিশ একে ইরানের প্রতি ‘সমর্থনসূচক গান’ হিসেবে আখ্যা দিয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের প্রতি সমর্থন ও সহানুভূতির প্রমাণ রেখেছেন। আজ নাজারেথ ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর রিমান্ড বাড়ানো হয়েছে এবং প্রসিকিউটরের তরফ থেকে অভিযোগ দাখিলের ঘোষণা দেওয়া হয়েছে।

ইসরায়েল পুলিশের একজন মুখপাত্র বলেন, যুদ্ধাবস্থায় যাঁরা শত্রু রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠীর প্রশংসা বা সমর্থন করেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ দৃঢ় অবস্থানে থাকবে।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির গতকাল সোমবার জানান, ইরানের হামলা নিয়ে সামাজিক মাধ্যমে কেউ ‘আনন্দ প্রকাশ’ করলে তা কঠোরভাবে দমন করা হবে।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী