হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাশে থাকায় বাইডেনের প্রশংসায় নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের বেশির ভাগই শিশু ও নারী। এরপরও এই যুদ্ধের ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বরাবরই ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে পাশে পেয়ে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ফোনালাপে এসব প্রশংসাবাক্য উচ্চারণ করেন তিনি। 

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনালাপের পর প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে নেবে। 

বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং ফ্রান্স, ব্রিটেন ও বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বাইডেনকে বাইডেনকে তাঁর ‘নিঃশর্ত সমর্থনের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, তিনি ইসরায়েল যা করছে তা করার জন্য আন্তর্জাতিক সমর্থন পেয়েছেন। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরে রাসায়নিক একটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই দাবি করেছে। ওই ঘটনায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটলেও কেউ হতাহত হয়নি। রয়টার্সকে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী, জাপানের মালিকানাধীন এবং নেদারল্যান্ডসের পরিচালিত রাসায়নিক ট্যাংকারটি গত শনিবার সকাল ১০টার দিকে হামলার শিকার হয়। ঘটনাস্থলটি ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে। 

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ২০২১ সাল থেকে বাণিজ্যিক জাহাজে এটি ইরানের সপ্তম হামলার ঘটনা। আরেক প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক/পণ্যের জাহাজটি ইসরায়েলে পণ্য আনা-নেওয়া করে। হামলায় জাহাজের কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে এবং পাটাতনে পানি প্রবেশ করেছে। হামলার শিকারের আগে জাহাজটি থেকে সর্বশেষ সৌদি আরবকে ফোন করা হয়েছিল এবং সেটি ভারতের দিকে যাচ্ছিল। 

এই হামলায় এটি স্পষ্ট যে গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের হামলার জের ধরে জাহাজের লেনে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। হামাসের ওই হামলার জের ধরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলি বাহিনীর হামলা চলছে। ইতিমধ্যে গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৫৩ হাজার। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। 

ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে ইরান সরকার। সেই সঙ্গে ইয়েমেনে অবস্থানরত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও এই অভিযানের নিন্দায় সরব। ভারত মহাসাগরে ট্যাংকারে হামলার প্রসঙ্গে জাতিসংঘে ইরানি প্রতিনিধিদলের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া