হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রে ইসরায়েলিদের বিক্ষোভে পেট্রলবোমা হামলা, দগ্ধ ৬

আজকের পত্রিকা ডেস্ক­

সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ছবি: স্কাই নিউজ

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিবিসির তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি মলোটভ ককটেল–সদৃশ বস্তু ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কয়েকজন দগ্ধ হন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। তিনি নিজেও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে বলে জানিয়েছে এফবিআই। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা বোল্ডারে সংগঠিত একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছি।’ সংস্থাটির কর্মকর্তা মার্ক মিশালেক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সহিংসতা। এফবিআই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই তদন্ত করছে।

তদন্তকারীরা এখন হামলাকারীর অতীত ইতিহাস বিশ্লেষণ করছেন। হামলার উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘিরে ঘনীভূত উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা