হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্তরে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে রাজি হয়েছে রাশিয়া। তবে ক্রেমলিন সরাসরি এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও ইরান এখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে, তা স্পষ্ট করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘আমরা এখন পর্যন্ত শুধু এতটুকু বুঝেছি, ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে করা উচিত—এটি রাশিয়ার প্রকৃত অবস্থান।’

পেসকভ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এর সম্ভাবনা রয়েছে। কারণ, ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। আর ইরান এমন একটি দেশ, যার সঙ্গে আমরা লাভজনক ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি। রাশিয়া এর জন্য সবকিছু করতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রও তা জানে।’

গত মাসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা, যাতে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে রাশিয়া।

ক্রেমলিন জানিয়েছে, গত মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন আলোচনায় ইরানের বিষয়টি আলোচনা করা হয়েছিল।

পেসকভ বলেন, ‘রিয়াদে ইরান নিয়ে আলোচনা হয়েছিল। তবে বিস্তারিত নয়।’

ব্লুমবার্গের প্রতিবেদন সম্পর্কে বিশেষভাবে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ‘দেখুন, ইরানের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল, তা আলোচিত হয়েছে। তবে অন্যান্য আলোচনার সঙ্গে আমরা এটি নিয়ে কথা বলেছি। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।’

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪