হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতে সিরিয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আরেক ধাপ এগিয়েছে সৌদি আরব। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে সিরিয়ায় গেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান। স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান তিনি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের পর এবারই প্রথমবারের মতো সৌদি আরবের কোনো জ্যেষ্ঠ কূটনীতিক সিরিয়া সফরে গেলেন। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান ও প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজনৈতিক সমস্যাগুলো সমাধানে আলোচনা করেছেন। বাশার আল আসাদকে সিরিয়ার সকল অঞ্চলে সাহায্য পৌঁছানোর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের কথা বলেছেন প্রিন্স ফায়সাল। সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়া-সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপন শুধু দুই দেশের জন্যই নয়, এটি আরব বিশ্বের জন্যও বেশ কার্যকরী। 

এর আগে গত ১২ এপ্রিল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরবের জেদ্দায় যান। সেই সফরে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে এবং সিরিয়াকে আরব ছায়াতলে ফিরে আসার সুবিধার্থে সহযোগিতা করতে সম্মত হয় সৌদি আরব। 

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। গৃহযুদ্ধের শুরুতে সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র ও তার বেশ কয়েকটি আঞ্চলিক মিত্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেয়। প্রেসিডেন্ট আসাদ অবশ্য ইরান ও রাশিয়ার সহায়তা নিয়ে বেশির ভাগ বিদ্রোহী গ্রুপকে পরাস্ত করেন। সৌদি-সিরিয়া সম্পর্ক নতুন মাত্রা পাওয়ায় এবার দেশটিতে সংঘাত থামবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের