হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে গুলি করে মারল ইসরায়েল

রমজানের আগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত রোববার মিশরের শার্ম আল-শেখে বৈঠক করেন ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা। কিন্তু সেই বৈঠকের কোনো বাস্তব প্রতিফলন নেই। আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি যুবক। তাঁর নাম আমির আবু খাদিজেহ (২৫)। 

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম তীরের তুলকারেমে ওই যুবককে মাথায় গুলি করে হত্যা করা হয়। 

ফিলিস্তিনের গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের মরদেহ হাসপাতালে পৌঁছানোর পর মানুষেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। 

এক বিবৃতিতে ইসরায়েলের সীমান্ত পুলিশ বলেছে, একটি গোপন ইউনিট বৃহস্পতিবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালায়। প্রথমে বাড়ি ঘিরে ফেলা হয় পরে সেখান থেকে অস্ত্র উঁচিয়ে ধরলে গুলি চালানো হয়। 

উল্লেখ্য, গত এক বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। একই সময়ে ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। 

এর আগে গত বছর রমজানে মসজিদুল আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সে সময় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হন। এর আগের বছর রমজানের সময়ও সংঘর্ষ হয়। সেই বছর ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যুদ্ধ হয়েছিল।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান