হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল ‘প্রতীকী’: বিশ্লেষক

আজকের পত্রিকা ডেস্ক­

দোহা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক মুহান্নাদ সেলুম

দোহা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক মুহান্নাদ সেলুম মনে করছেন, যুক্তরাষ্ট্রের কাতারভিত্তিক ঘাঁটি আল-উদেইদে ইরানের সর্বশেষ হামলাটি মূলত প্রতীকী এবং এটি ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার একটি নতুন স্তর।

তিনি বলেন, ইরান অতীতে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরাকের ভেতরে হামলা চালিয়েছে। কিন্তু এবার তারা একেবারে ভিন্ন পথে হেঁটেছে—তারা কাতারকে হামলার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে, যা এক নতুন মোড়।

সেলুমের মতে, ইরাক এত দিন মার্কিন-ইরান দ্বন্দ্বের কেন্দ্র ছিল এবং সেখানে হামলা অনেকটা ‘নিয়মিত ঘটনা’য় পরিণত হয়েছে। কিন্তু কাতারের মতো তৃতীয় দেশে হামলা ‘এক নতুন বার্তা’।

তিনি ধারণা করছেন, ইরান হামলার আগে যুক্তরাষ্ট্র ও সম্ভবত কাতারকেও অবহিত করেছিল। আমার প্রাথমিক মূল্যায়নে এটি প্রতীকী হামলা বলেই মনে হচ্ছে।

আল-উদেইদ বিমানঘাঁটি আগেই খালি করা হয়েছিল এবং সেখানে কেবল মার্কিন সেনাই নয়, কাতারি সেনারাও অবস্থান করছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেলুম বলেন, পরিস্থিতি এখন দুটি পথ নিতে পারে। প্রথমত, ইরান এই হামলাকে মুখরক্ষা হিসেবে তুলে ধরে আলোচনায় বসতে পারে। দ্বিতীয়ত, সংঘাত আরও মারাত্মক দিকে মোড় নিতে পারে—যেখানে যুক্তরাষ্ট্র প্রতিরোধে বড় ধরনের পাল্টা জবাব দিতে বাধ্য হবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা সামাল না দেওয়া গেলে তা পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিতে পারে সরাসরি যুদ্ধের দিকে।

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি