হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে দুরভিসন্ধি ছাড়তে হবে: এরদোয়ান 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’ 

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি। 

প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’ 

ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার