হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়া-ইরাকের ইরানি ঘাঁটিতে হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সিরিয়া ও ইরাকে অবস্থিত বিভিন্ন ইরানি ঘাঁটিতে দফায় দফায় হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মার্কিন কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে চলবে এই হামলা। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে এই হামলা কখন শুরু করা হবে সে বিষয়টি। 

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪১ জন আহত হওয়ার জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। 

ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকে ইসলামিক রেজিসট্যান্স নামের এই মিলিশিয়া গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে। 

তবে ইরান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। 

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়েছে।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা