হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার ভয়ে বাংকারে বৈঠক করবেন নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক। পুরোনো ছবি

ইরানের হামলার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ভূগর্ভস্থ বাংকারে বৈঠকে বসবে। আজ শনিবার রাত ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আজ রাত ১০টায় একটি ভূগর্ভস্থ বাংকারে বৈঠকে বসতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায়। গতকাল শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় বিস্ফোরক হামলা চালায়। এতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। এর জবাবে ইরান একই দিন রাতে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর ওপর সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ক্ষয়ক্ষতি হয়।

এই প্রেক্ষাপটে ইসরায়েলের সরকার যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছে। আজ রাত ১০টায় নিরাপত্তা মন্ত্রিসভা একটি ভূগর্ভস্থ বাংকারে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে, যাতে চলমান সংকটে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হয়।

বিশ্লেষকেরা বলছেন, এই বৈঠক শুধু ইসরায়েলের প্রতিক্রিয়া নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বৈশ্বিক কূটনীতির জন্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেক দেশই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়