হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গোলানে রকেট ছোড়ায় সিরিয়ায় ইসরায়েলের পাল্টা হামলা

গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।

মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।

 ২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস