হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গোলানে রকেট ছোড়ায় সিরিয়ায় ইসরায়েলের পাল্টা হামলা

গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।

মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।

 ২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’