হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে টনি ব্লেয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন টনি ব্লেয়ার। ছবি: সংগৃহীত

যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে অংশ নিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আজ বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০০৭ সালে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর ব্লেয়ার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৫ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। এ সময় জেরুজালেমে অবস্থান কালে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করেছিলেন টনি ব্লেয়ার।

গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন লেবার পার্টির ৭২ বছর বয়সী সাবেক এই নেতা। অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের জামাতা ও সাবেক শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারও বৈঠকে ছিলেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ-পরবর্তী দিনগুলোর জন্য একটি ব্যাপকভাবে বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে। গত মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

উইটকফ জানান, তিনি বিশ্বাস করেন আগামী চার মাসের মধ্যে গাজা যুদ্ধের ইতি টানা সম্ভব। তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়টি অবশ্যই এ বছর শেষ হওয়ার আগেই মীমাংসা করব, যেভাবেই হোক।’

যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে উইটকফ বলেন, “আমরা ‘পরবর্তী দিন’-এর কথা মাথায় রেখে বিস্তৃত একটি পরিকল্পনা সাজাচ্ছি। যা দেখে মানুষ বুঝতে পারে এটি কতটা সুদৃঢ় ও কল্যাণমূলক। আর এটি প্রেসিডেন্ট ট্রাম্পের মানবিক উদ্দেশ্যকেও প্রতিফলিত করে। ”

তবে আলোচনায় থাকা প্রস্তাবগুলোর কোনো বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি যুদ্ধের সমাপ্তি এবং এই অঞ্চলের সবার জন্য শান্তি ও সমৃদ্ধি চান।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর-এর সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল বুধবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে দুজন শিশু। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং ইসরায়েলের অবরোধ তীব্র করার পর থেকে ১১৯ জন শিশুসহ কমপক্ষে ৩১৩ জন অনাহারে মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলা ও গোলাবর্ষণে গাজা জুড়ে অন্তত ৭৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান