হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফাহে অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

গাজার উত্তরাঞ্চলে মিসর সীমান্তে অবস্থিত অঞ্চল রাফাহে অভিযান চালানোর দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছে ইসরায়েল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের দাবি, বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাহে আশ্রয় নিয়েছেন বিপুল পরিমাণ হামাস যোদ্ধা। এ কারণে অঞ্চলটি হামাসের ঘাঁটি হিসেবে গড়ে উঠেছে। আর হামাসকে নির্মূল করার লক্ষ্যে সেখানে অভিযান চালানো জরুরি। 

ঠিক কবে এবং কখন অভিযান চালানো হবে, বিষয়টি প্রকাশ করেননি নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘হামাস জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ের জন্য রাফাহে প্রবেশ এবং সেখানে সন্ত্রাসী ব্যাটালিয়নগুলো নির্মূল করা প্রয়োজন। এবং এটি শিগগিরই ঘটবে—এই বিষয়ে একটি তারিখ নির্ধারণ করা আছে।’ 

ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন এক সময়ে এ কথা বললেন, যখন মিসরের রাজধানী কায়রোতে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে বহুপক্ষীয় আলোচনা চলছে। তবে এই আলোচনায় ইসরায়েল যে প্রস্তাব দিয়েছে, তাকে ‘অনমনীয়’ বলে আখ্যা দিয়েছে হামাস। 

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কোনো দাবিকেই পূরণ করে না। ইসরায়েলের এই প্রস্তাবকে ‘অনমনীয়’ বলে আখ্যা দিয়ে হামাস বলেছে, তবু তারা এটির গভীর পর্যালোচনা করবে এবং মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানাবে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া