হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাশারের স্ত্রী আসমা আল-আসাদের বেঁচে থাকার সম্ভাবনা অর্ধেক

বাশার আল-আসাদ ও তাঁর স্ত্রী আসমা আল-আসাদ। ছবি: এএফপি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।

ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।

গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।

৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।

পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’

আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস