হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে গাজার মানুষ: জাতিসংঘ মহাসচিব

আজকের পত্রিকা ডেস্ক­

১৫ মাসের সামরিক অভিযানে গাজা এখন ধ্বংসস্তূপ। ফাইল ছবি

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছে আরও ২৬ ফিলিস্তিনি। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমা হামলা আর গুলিতে নিহত হয়েছেন তাঁরা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আজও উপত্যকাজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসে বেসামরিকদের তাঁবু লক্ষ্য করে বিমান থেকে চালানো হচ্ছে হামলা। খান ইউনিসে এখন পর্যন্ত একজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে প্রকৃত সংখ্যা অনেক বেশি।

এদিকে, দেড় মাসের বেশি সময় ধরে গাজা অবরোধ করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো ত্রাণসহায়তা। আলজাজিরার তথ্যমতে, গাজা উপত্যকার পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। মূলত ইসরায়েলি প্রতিষ্ঠান মেকোরোট থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে পানি সরবরাহ করা হয়। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরুর পর পানি সরবরাহ বন্ধ করতে শুরু করে তারা।

গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না বলেন, ‘গাজা সিটির পূর্বাঞ্চলে শুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিন্তু এর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। অঞ্চলটিতে গত বৃহস্পতিবার থেকে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তীব্র বোমাবর্ষণের কারণে পাইপলাইনের কোনো ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে আন্তর্জাতিক সংগঠনগুলোর সহায়তা চাওয়া হয়েছে। তবে কারণ যাই হোক, এর পরিণতি ভয়াবহ। মেকোরোট থেকে পানির প্রবাহ শিগগিরই পুনরুদ্ধার করা না গেলে গাজার মানুষ পিপাসায় মারা যাবে।’

এমন পরিস্থিতিতে গাজাকে ‘মৃত্যুচক্র’ (ডেথ লুপ) বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘খাবার থেকে শুরু করে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে গেছে। নারকীয় যন্ত্রণার দরজা আবার খুলে গেছে। গাজা এখন এক মৃত্যুকূপ, সাধারণ মানুষ এক অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে।’

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার