হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মহানবীর (সা.) রওজা জিয়ারতে লাগবে আগাম অনুমতি

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে সৌদি ব্যবস্থা মেনে মক্কায় ওমরাহসহ পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে। ছবি: সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সৌদি সরকারের এ সিদ্ধান্ত হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়।

পোস্টে বলা হয়, অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আর বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে সৌদি ব্যবস্থা মেনে মক্কায় ওমরাহসহ পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে।

ওমরাহ শেষে অনেকে মদিনায় গিয়ে নবী (সা.)-এর রওজা জিয়ারত করেন। সৌদি সরকারের হিসাব অনুযায়ী, এ বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।

গত বছর দর্শনার্থীদের চাপে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্যের নকশা অক্ষত রাখতে রওজা শরিফের চারপাশে সুরক্ষা প্রাচীর নির্মাণ করে সৌদি সরকার।

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ