লেবাননের উত্তরাঞ্চলের আলতালিল গ্রামে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। লেবাননের রেড ক্রসের পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণে ৭৯ জন আহত হয়েছেন।
সামরিক ও নিরাপত্তা বাহিনী সূত্র দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কালোবাজারিদের লুকিয়ে রাখা একটি তেল সংরক্ষণের ট্যাংক জব্দ করেছিল সামরিক বাহিনী। তাঁরা ট্যাংক থেকে বাসিন্দাদের মধ্যে জ্বালানি তেল বিতরণ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বেশ কিছুদিন ধরে তীব্র জ্বালানি সংকটে ভুগছে লেবানন। ফলশ্রুতিতে গ্যাস স্টেশনে লম্বা লাইন ও দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের ঘটনা ঘটছে।
গত বছরেও আগস্টে লেবাননে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।