হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হামাস ও ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধবিরতিকে আরও এক দিন বাড়িয়ে সপ্তম দিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি আলোচনার শেষ মিনিটে এমন সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ইসরায়েল ও হামাস। এর আগে মধ্যস্থতাকারীরা বিবদমান দুই পক্ষকে আরও জিম্মি মুক্ত করতে এবং গাজায় সাহায্য পৌঁছানোর জন্য যুদ্ধবিরতি আরও বাড়ানোর জন্য আলোচনার সঙ্গে চাপ দিয়েছিল। 

চলমান যুদ্ধবিরতির আওতায় ছয় দিন ধরে গাজায় বোমা হামলা থেকে বিরত আছে ইসরায়েল। মূলত এই সময়ের মধ্যে গাজা নিয়ন্ত্রণকারী হামাসের যোদ্ধারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে এবং একইভাবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে ফিলিস্তিনি নারী-শিশুদের। এর আগে প্রায় ২৩ লাখ বাসিন্দার এই শহরটিতে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণ ও হামলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলা ঠেকিয়ে রাখার জন্য হামাসকে একটি শর্ত দিয়েছে ইসরায়েল। শর্ত অনুযায়ী গাজায় এক দিনের জন্য যুদ্ধবিরতি চাইলে এর বিনিময়ে হামাসকে অবশ্যই ১০ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে হবে। সে অনুযায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগমুহূর্তে আরও ১০ জিম্মির তালিকা দিয়েছে হামাস। এর ফলে, ইসরায়েলি হামলা থেকে বাঁচার জন্য আরও এক দিনের সময় পেল গাজা।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ১৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। 

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও মিসর।

এদিকে আন্তর্জাতিক মহল যখন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছে—সে সময় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড তার বাহিনীকে যুদ্ধবিরতির শেষ সময়ে ভারী যুদ্ধের প্রস্তুতি বজায় রাখতে বলেছে। এ হিসেবে উভয় পক্ষেরই সংঘাত চালিয়ে যাওয়ার ইচ্ছা এবং ক্ষমতা রয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের প্রধান স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছেন। তিনি বলেছেন, ‘আমরা জানি কি করা দরকার এবং পরবর্তী পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত।’

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’