হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা তালায়ি নিক। ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালায়ি নিক।

তিনি বলেন, ‘যখন আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তখন আমাদের সশস্ত্র বাহিনীও পূর্ণমাত্রায় আক্রমণাত্মক সক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হয়।’ তিনি জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সফল পাল্টা হামলা চালিয়েছে এবং সেগুলোতে ইরানের নিজস্ব উন্নত অস্ত্র ব্যবহৃত হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা জানান, মঙ্গলবারের নতুন হামলায় একটি সম্পূর্ণ নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা এর আগে কখনো ব্যবহৃত হয়নি। ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র আটকাতে তো পারেইনি, এমনকি আগাম শনাক্তও করতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর ওপর হামলা চালানো হয়েছে, যা মার্কিন সহযোগিতায় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষায় সুরক্ষিত ছিল। কিন্তু আমাদের গাইডেড ক্ষেপণাস্ত্র সেই বাধা অতিক্রম করে তাদের কেন্দ্রে আঘাত হানে—এটাই প্রমাণ করে শত্রুপক্ষের দুর্বলতা।

আলিরেজা তালায়ি নিক আরও বলেন, যত দিন যাবে, ততই ইসরায়েলি বাহিনীর ধৈর্য ও সক্ষমতা কমবে। কৌশলগত দিক থেকে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।

তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ইরানি সশস্ত্র বাহিনীর আরও ‘চমকপ্রদ সাফল্য’ পাবে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস