হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা তালায়ি নিক। ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তালায়ি নিক।

তিনি বলেন, ‘যখন আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তখন আমাদের সশস্ত্র বাহিনীও পূর্ণমাত্রায় আক্রমণাত্মক সক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হয়।’ তিনি জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সফল পাল্টা হামলা চালিয়েছে এবং সেগুলোতে ইরানের নিজস্ব উন্নত অস্ত্র ব্যবহৃত হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা জানান, মঙ্গলবারের নতুন হামলায় একটি সম্পূর্ণ নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা এর আগে কখনো ব্যবহৃত হয়নি। ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র আটকাতে তো পারেইনি, এমনকি আগাম শনাক্তও করতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর ওপর হামলা চালানো হয়েছে, যা মার্কিন সহযোগিতায় বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষায় সুরক্ষিত ছিল। কিন্তু আমাদের গাইডেড ক্ষেপণাস্ত্র সেই বাধা অতিক্রম করে তাদের কেন্দ্রে আঘাত হানে—এটাই প্রমাণ করে শত্রুপক্ষের দুর্বলতা।

আলিরেজা তালায়ি নিক আরও বলেন, যত দিন যাবে, ততই ইসরায়েলি বাহিনীর ধৈর্য ও সক্ষমতা কমবে। কৌশলগত দিক থেকে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।

তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ইরানি সশস্ত্র বাহিনীর আরও ‘চমকপ্রদ সাফল্য’ পাবে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে