হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সুরক্ষিত সীমান্ত ভেদ করে দেশটিতে ঢুকে পড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন হামাসের আক্রমণে নিহত হয় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি। আগে থেকে হামাসের হামলার বিষয়টি জানতে না পারার ব্যর্থতার দায় নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট বা আমানের প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘মেজর জেনারেল আহারন হালিভা সশস্ত্র বাহিনীর জেনারেল চিফ অব স্টাফের সঙ্গে সমন্বয় করে ৭ অক্টোবরের ঘটনার জন্য ইন্টেলিজেন্স ডাইরেক্টরেটের প্রধান হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করার অনুরোধ করেছেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মেজর জেনারেল আহারন হালিভা সুশৃঙ্খল ও পেশাদার প্রক্রিয়ায় তাঁর উত্তরসূরি খুঁজে পাওয়া মাত্র তাঁর দায়িত্ব শেষ করবেন এবং আইডিএফ থেকেও পদত্যাগ করবেন। 

এদিকে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর সেদিন থেকেই গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। 

গাজার কর্মকর্তারা আরও জানিয়েছেন, বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা