হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা সংঘাত পুরো অঞ্চলকে ভুল পথে পরিচালিত করছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।

এএফপিকে বিন ফারহান বলেন, এটা আমাদের সবাইকে ভুল পথে পরিচালিত করছে। এর অর্থ হলো আমাদের টেকসই শান্তির দিকে যাত্রার পথ আরও কঠিন হয়ে উঠছে।

গাজা সংঘাত জঙ্গিগোষ্ঠীকে আরও শক্তিশালী উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাত বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রথমত আলোচনা করতে সংঘাত বন্ধের জন্য । আর পরে আলোচনা করতে হবে একটি চূড়ান্ত শান্তি আলোচনার জন্য।
সাক্ষাতকারে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজ্যের রাজধানী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও জোর দেন বিন ফারহান ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’