গতকাল শনিবার ভোরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৫৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ইউক্রেনীয় ও এক ফরাসি নাগরিক রয়েছে।
আজ রোববার দেশ দুটির মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো এএফপিকে বলেন, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সময় ইসরায়েলে দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন।
ওলেগ নিকোলেনকো বলেন, উভয় নাগরিকই দীর্ঘদিন ধরে ইসরায়েলে বসবাস করছিলেন। দূতাবাসের পক্ষ থেকে নিহতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে প্যারিস বলছে, ইসরায়েলে এক ফরাসি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী হামলায় আমাদের নাগরিক নিহতের ঘটনায় আমরা ব্যথিত।’
হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।