হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ছবি: সংগৃহীত

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ রোববার (৯ মার্চ) ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। কোহেন বলেন, ‘আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব জিম্মি ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব, হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না।’

রোববার রতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে—সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।

ইসরায়েল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে যেন জিম্মি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয়।

এর আগে গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরায়েল। হামাসকে আলোচনায় নতুন শর্ত গ্রহণ করতে বাধ্য করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য।

এদিকে গত শুক্রবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে।

ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আগামীকাল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে আলোচনার অগ্রগতির জন্য।

একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার জন্য তারা একটি সুযোগ দিতে চায়। এরপরই গাজায় আবারও সামরিক অভিযান শুরু হবে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া