হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রয়টার্সের প্রতিবেদন

ইরান দ্রুত যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনায় ফিরতে চায়

আজকের পত্রিকা ডেস্ক­

ইরান জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরারম্ভ চেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা পাঠাচ্ছে। আজ সোমবার একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান আরব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে, যাতে যুদ্ধবিরতির পথ খুলে দেওয়া হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসা যায়। এ লক্ষ্যে কাতার, সৌদি আরব এবং ওমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে ইরান পারমাণবিক আলোচনা নিয়ে নমনীয় অবস্থান গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দুজন ইরানি এবং তিনজন আঞ্চলিক সূত্র নিশ্চিত করেন যে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা চায়।

অন্যদিকে, জি-৭ সম্মেলনের খসড়া যৌথ বিবৃতিতে ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়। খসড়ায় বৈশ্বিক বাজার, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের স্বীকৃতিও দেওয়া হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খসড়া বিবৃতিতে স্বাক্ষরের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন বলে সিবিএস নিউজ জানিয়েছে। ওই খসড়ায় ইরানের তৎপরতা পর্যবেক্ষণ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তির প্রতি প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর। ইরান যুদ্ধ থামাতে আগ্রহী হলেও সম্মানজনক অবস্থান বজায় রেখে আলোচনায় ফিরতে চায়।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান