হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে: জাতিসংঘ

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে ১১ মে শিরিন আবু আকলেহ ইসরায়েলি সৈন্যদের গুলিতেই নিহত হয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ইউএনওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা সামদাসানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

জেনেভায় সাংবাদিকদের রাভিনা বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তা থেকে দেখা গেছে যেসব গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন এবং তাঁর সহকর্মী আলি সাম্মৌদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিক থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের কাছ থেকে নয়।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ইউএনওএইচসিএইচআরের যেসব তথ্য হাতে পেয়েছে, তা থেকে দেখা গেছে, ‘ওই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের আশপাশেও সশস্ত্র ফিলিস্তিনিদের কোনো কার্যকলাপ ছিল না।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনীর দিক থেকে সাংবাদিকদের দলটির দিকে সরাসরি লক্ষ্য স্থির করেই গুলি ছোড়া হয়।’

গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

এর আগে ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম পরিচালিত একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। 

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি