হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে: জাতিসংঘ

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে ১১ মে শিরিন আবু আকলেহ ইসরায়েলি সৈন্যদের গুলিতেই নিহত হয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ইউএনওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা সামদাসানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

জেনেভায় সাংবাদিকদের রাভিনা বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তা থেকে দেখা গেছে যেসব গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন এবং তাঁর সহকর্মী আলি সাম্মৌদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিক থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের কাছ থেকে নয়।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ইউএনওএইচসিএইচআরের যেসব তথ্য হাতে পেয়েছে, তা থেকে দেখা গেছে, ‘ওই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের আশপাশেও সশস্ত্র ফিলিস্তিনিদের কোনো কার্যকলাপ ছিল না।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনীর দিক থেকে সাংবাদিকদের দলটির দিকে সরাসরি লক্ষ্য স্থির করেই গুলি ছোড়া হয়।’

গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

এর আগে ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম পরিচালিত একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। 

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান