হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার টেলিফোনে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাতে ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এই আলাপে পুতিন ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন।

উশাকভ বলেন, পুতিন স্পষ্টভাবে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার সম্ভাবনা নাকচ করেননি।

তিনি আরও জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে আলোচনা হয় এবং আলোচনাকে ‘গঠনমূলক ও অর্থবহ’ হিসেবে বর্ণনা করেছেন।

উশাকভ জানান, আলোচনার অংশ হিসেবে পুতিন ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার আলোচনায় ফিরে আসার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও অর্থনৈতিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

রাশিয়া ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং জাতিসংঘে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে, তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পারমাণবিক আলোচনায় ফেরার সম্ভাবনা নিয়ে উভয় দেশের নেতাদের এই সংলাপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বের পরাশক্তিগুলোর এই কূটনৈতিক তৎপরতা হয়তো সংঘাত প্রশমনে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে পরিস্থিতি এখনও বেশ অস্থির ও অনিশ্চিত।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র