হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরায়েলি নিহত

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের এক গ্যাস স্টেশনে বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলির নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এঘটনায় গাজায় চলমান যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা তৈরি হলো।

সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, এক বন্দুকধারী ব্যক্তি এলির (দখলকৃত অঞ্চল) গ্যাস স্টেশনে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। পরে হামলাকারীকে নিরস্ত্র করা হয়ে। সন্দেহভাজন আরও হামলাকারীকে খুঁজছে সেনাবাহিনী।

ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড আদম দুজনের মৃত্যু নিশ্চিত করেছে। পরে বন্দুকধারীকে গুলি করে হত্যা করে সেনারা।

এর আগে গত জুনে একই গ্যাস স্টেশনে তিন ফিলিস্তিনির হামলার শিকার হয়ে চার ইসরায়েলি নিহত হন।

মালে আদুমিমের ইহুদি বসতির কাছে তিন ফিলিস্তিনি এক ইসরায়েলিকে হত্যা ও এক অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজনকে আহত করার কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটল। 

গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৪০৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীও ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে অন্তত ১৭ ইসরায়েলিকে হত্যা করেছে। 

১৯৬৭ সালের আরব–ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পাশাপাশি এই অঞ্চলটি দাবি করে আসছে।

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ