হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের জলসীমায় পাহারা দেবে মার্কিন নেতৃত্বাধীন জোট 

মধ্যপ্রাচ্যের জলসীমায় যৌথভাবে পাহারা দেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলের জলসীমায় হুতিদের আক্রমণ থেকে ইসরায়েলগামী যেকোনো জাহাজ ও মার্কিন জাহাজ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রসপারিটি গার্ডিয়ান’। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কোন কোন দেশ এই উদ্যোগে অংশ নিচ্ছে, তা স্পষ্ট না হলেও বেশ কয়েকটি দেশের নাম জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভাব্য দেশ হিসেবে—ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিচেলিস ও স্পেন। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে এই উদ্যোগে রয়েছে বাহরাইন। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরের সময় নতুন এই আন্তর্জাতিক জোটে অংশ নেওয়া দেশগুলোকে চিহ্নিত করেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে অস্টিন বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে। তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি।’ 

এর আগে ইয়েমেনের কাছে এডেন উপসাগরে বিমানবাহী রণতরিসহ বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। মূলত লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 

গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সূত্র পলিটিকোকে বলেছে, ‘পেন্টাগন সম্প্রতি বিমানবাহী রণতরি ডুইট ডি. আইজেনহাওয়ার ক্যারিয়ারসহ অন্যান্য একদল যুদ্ধজাহাজকে পারস্য উপসাগর থেকে ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে পাঠিয়েছে। মূলত হুতিদের আক্রমণের বিপরীতে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে।’ অপর একটি সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী ওই নৌবহরের কমান্ডারদের প্রয়োজনে ‘ইয়েমেনিদের ওপর হামলার ক্ষমতা’ দেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবার হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, ইসরায়েলের পথে যাওয়া সব জাহাজেই হামলা করা হবে। ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বলেছে, তারা জাতীয়তানির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা। তবে সেই সব আক্রমণের বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী