হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

এএফপি, জেরুজালেম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা জবাবে ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট সহযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ শনিবার (২ নভেম্বর) এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের স্যারন এলাকায় হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির পুলিশ গতকাল জানিয়েছে, এতে চার নারীসহ ১৯ জন আহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে তিনটি হামলা চালানো হয়। একটি হামলা এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, তিরা শহরে হামলায় অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে দেখা যায়, একটি ভবনের আগুন ধরেছে এবং সেখান থেকে ধোঁয়া উড়ছে। জরুরি সেবা বিভাগের কর্মী তাদের তৎপরতা চালাচ্ছেন।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের একাধিক এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে হাইফা শহরের কাছের একটি সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানাও রয়েছে। এর আগে তেল আবিবের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার